PM Poshan Yojana: প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প

By Ushasi Chakraborty

Updated On:

Follow Us

ব্লকে ব্লকে কর্মী নিয়োগ, প্রতিমাসে মাইনে ১২,০০০ টাকা।

PM Poshan Yojana

কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের PM-POSHAN যোজনার জন্য পশ্চিমবঙ্গে। সম্পূর্ণ ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে রাজ্যের নির্দিষ্ট ব্লকে ব্লকে এই নিয়োগটি হতে চলেছে। অর্থাৎ এই ক্ষেত্রে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তাই সরকারি চাকরিপ্রার্থীরা এই নিয়োগ সম্পর্কে এখনই বিস্তারিত জেনে নিন।

PM-POSHAN স্কিমে কর্মী নিয়োগের সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হবে আজকের প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদন থেকে আপনারা পদের নাম, আবেদনের যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি সম্পর্কে বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদ রয়েছে অ্যাকাউন্টেন্ট এবং সহকারী অ্যাকাউন্টেন্ট এই দুটি পদে।

নিয়োগকারী সংস্থা

এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুরুলিয়া জেলার জেলাশাসকের কার্যালয় থেকে।

শূন্য পদের সংখ্যা– সর্ব মোট ২ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

১) উপরে উল্লেখিত উভয় পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

২) যেহেতু অ্যাকাউন্টেন্ট এবং সহকারী অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ হতে চলেছে, সেই জন্য আবেদনকারীর ন্যূনতম পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

৩) আবেদনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বয়স অবশ্যই ০১/১২/২০২৪ তারিখ অনুসারে ৬৩ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন (PM Poshan Yojana)

পদের নামমাসিক বেতন
অ্যাকাউন্টেন্ট১২,০০০/- টাকা
সহকারি অ্যাকাউন্টেন্ট১১,০০০/- টাকা

আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় এই নিয়োগটি হতে চলেছে। অতয়েব ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের সমস্ত তথ্য, আবেদন পত্রের সঙ্গে অ্যাটাচ করে মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, বৈধ মোবাইল নম্বর ইত্যাদি পাঠাতে হবে। সমস্ত ডকুমেন্টসহ আবেদন পত্রটি District PM POSHAN (Mid-Day Meal) Cell, Purulia Collectorate এই ঠিকানায় জমা করে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

ইচ্ছুক প্রার্থীরা ১৯/১২/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ২৪/১২/২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে।

গুরুত্বপূর্ণ তথ্য

এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। প্রতিটি চুক্তির সময়সীমা থাকবে এক বছর পর্যন্ত। পরবর্তী সময়ে এই চুক্তি প্রয়োজন অনুসারে বৃদ্ধি পেতে পারে।

Important Links (PM Poshan Yojana)

Official NoticeDownload Pdf
PM Poshan Yojana WebsiteClick Here

Ushasi Chakraborty

Ushasi Chakraborty wbyojanaportal.com সাইটের Owner এবং কনটেন্ট রাইটারI দমদম মতিঝিল কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে স্নাতকI

Leave a Comment