BJP 10 Takar Khabar Yojana: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের Ma Canteen-এর সঙ্গে প্রতিযোগিতায় এবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ! পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে স্বল্পমূল্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিজেপি কাউন্সিলর। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রয়োজনী মানুষের কাছে মাত্র ১০ টাকায় খাবার পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন। এই নতুন উদ্যোগে ইতিমধ্যেই খুশি হয়েছেন বহু মানুষ।
প্রতিদিন বাড়ছে জিনিসের দাম। এই মূল্যবৃদ্ধির সমাজে বিভিন্ন জটিলতার সঙ্গে লড়াই করে টিকে থাকতে অসমর্থ্য হচ্ছেন বহু পরিবার। দরিদ্র পরিবার গুলি কি তাহলে এবার না খেতে পেয়ে দিন কাটাবে? না, এমনটা হতে দেবেন না বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি ইতিমধ্যেই তার এলাকায় খাবার বিতরণের নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই উদ্যোগের নাম দিয়েছেন ‘চেটেপুটে’।
কাউন্সিলরের এই উদ্যোগে (BJP 10 Takar Khabar Yojana) মাত্র ১০ টাকায় প্রয়োজনে মানুষেরা পেট ভর্তি খাবার পাবেন। প্রতিদিন রাতে খাবারের যোগান দেবে ‘চেটেপুটে’। সজল ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, তার এলাকার যে সমস্ত মানুষেরা আর্থিক অনটনের সঙ্গে সংগ্রাম করছেন এবং অন্ন সংস্থানের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছেন, তাদের হাতে একলা খাবার পৌঁছে দেবে ‘চেটেপুটে’ র সদস্যরা।
BJP 10 Takar Khabar Yojana-র উদ্দেশ্য
কাউন্সিলরের কথা অনুযায়ী, বর্তমানে এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা বার্ধক্যের কারণে নিজেদের রান্না নিজেরা করে উঠতে পারেন না। এছাড়াও বহু মানুষ সমাজে রয়েছেন, যাঁরা এই মূল্যবৃদ্ধির বাজারের সাথে তাল মিলিয়ে রোজের রোজগারটুকু করতে পারছেন না। এরফলে বেশিরভাগ সময়েই তাঁদের থাকতে হচ্ছে অভুক্ত। এলাকাবাসীকে এমন দুর্দশায় আর দিন কাটাতে যাতে না হয়, সেই দায়িত্বটি নিজের কাছে তুলে নিয়েছেন বিজেপি কাউন্সিলর।
Read More: চালু হয়ে গেল ভারতীয় সিটিজেন কার্ড! কিভাবে আবেদন করবেন দেখে নিন।
West Bengal Ma Canteen Yojana
২০১৯ সালের কোভিড অতি মারির সময় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন খাবার সরবরাহের উদ্যোগ শুরু হয়েছিল। সেই সময়ে সিপিএম পার্টির পক্ষ থেকে ‘শ্রমজীবী ক্যান্টিন’ চালু করা হয়েছিল। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের অফিস যাত্রী এবং পথচারী মানুষদের জন্য প্রতিদিন দুপুরবেলায় ‘মা ক্যান্টিন’ এর মাধ্যমে রাজ্য সরকার অত্যন্ত স্বল্পমূল্যে রান্না করা খাবার দেওয়া হয়ে থাকে।
বিজেপি কাউন্সিলর এর এমন উদ্যোগে (BJP 10 Takar Khabar Yojana) অনেকেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রচলিত ‘মা ক্যান্টিন‘ এর সঙ্গে প্রতিযোগিতা নিয়ে। যদিও এই বিষয়টি একেবারেই স্বীকার করেননি কাউন্সিলর। ‘চেটেপুটে’ সমাজে অবস্থিত বয়স্ক ব্যক্তিদের মুখে প্রতিদিন গরম খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে শুরু করা হয়েছে। বাংলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুরু হওয়া উভয় উদ্যোগই সমানভাবে প্রশংসনীয়।