PM Kisan Yojana 2025: প্রতি বছর কৃষকেরা পাবেন ১২,০০০ টাকা! আবেদন করুন কেন্দ্রের এই স্কিমে।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Kisan Yojana 2025

PM Kisan Yojana 2025: সমগ্র দেশের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বার্ধক্য অবস্থার সাথে লড়াই করা সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে গোটা দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলিও সমান তালে তাল মিলিয়ে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই রাজ্যের ছাত্র-ছাত্রী, মহিলা, কৃষক, যুবক যুবতি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমিক শ্রেণী, বিধবা এবং বৃদ্ধদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু রয়েছে।

এই বিষয়ে পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্দান্ত এই প্রকল্প শুরু করা হয়েছে দেশবাসীর জন্য। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পাঠাবে ১২ হাজার টাকা। নতুন বছরে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি উপভোক্তার জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Read More:  বাংলা আবাস যোজনা নতুন আবেদন শুরু! ১লাখ ২০ হাজার টাকা পাচ্ছে সবাই।

PM Kisan Yojana 2025 প্রকল্পের উদ্দেশ্য

সমগ্র দেশের মানুষের অন্ন সংস্থান করে থাকেন কৃষক প্রজাতি অথচ এই দেশে সেই সমস্ত মানুষেরাই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই সমস্ত কৃষকদের জন্য এই দুর্দান্ত প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্রীয় সরকার। মূলত দেশের কৃষকদের জীবনযাত্রা আরও একটু উন্নত করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।

প্রকল্পের সুযোগ সুবিধা- ২০১৯ সালে শুরু হওয়ার পর থেকে এই প্রকল্পের (PM Kisan Yojana 2025) মাধ্যমে প্রতিটি উপভোক্তাকে মোট তিনটি কিস্তিতে ৬০০০ টাকা দেওয়া হতো। এক্ষেত্রে বছরে মোট তিনবার ২০০০ টাকা করে যোগ্য কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হতো।

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে এবার পরিবর্তন আসতে চলেছে। ২০২৫ সালে বিপুল পরিমাণে মূল্য বৃদ্ধি ঘটেছে বিভিন্ন কৃষিজ ফসল এবং পণ্যের। এই কারণে নতুন বছরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে ৬০০০ টাকার বদলে ১২০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আবেদনের যোগ্যতা- কিষান সম্মান নিধি প্রকল্পের শুধুমাত্র দেশের কৃষকেরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী কৃষকের নামে চাষের জমি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এর পাশাপাশি কৃষক পরিবার গুলিকে আর্থিকভাবে দুর্বল হতে হবে। এক্ষেত্রে যে সমস্ত কৃষকদের কাছে চার চাকা গাড়ি বা ট্রাক্টর রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। প্রতিটি কৃষক পরিবার থেকে মাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবং এর সুযোগ সুবিধা পাবেন।

PM Kisan Yojana 2025Click Here

Leave a Comment