Shramik Poshan Yojana 2025: কেন্দ্রের তরফ থেকে শ্রমিকরা পাবেন ৩০০০ টাকা! এখনই অনলাইনে আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Shramik Poshan Yojana

Shramik Poshan Yojana 2025: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের শ্রমিক শ্রেণীর উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে সারা বছর ধরে। নতুন বছরের শুরুতে দেশের শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য নতুন প্রকল্প চালু করা হলো। এখানে শ্রমিকেরা আবেদন করলেই পাবেন ৩০০০/- টাকা আর্থিক সহায়তা। এক্ষেত্রে প্রতি মাসে ৩০০০/- টাকা করে বছরে মোট ৩৬,০০০/- টাকা রোজগারের সুযোগ রয়েছে শ্রমিকদের কাছে।

রাজ্যের অস্থায়ী এবং স্থায়ী পুরুষ মহিলা নির্বিশেষে শ্রমিকদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের প্রতিবেদন থেকে শ্রম কার্ডের অন্তর্গত এই প্রকল্পের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অবশ্যই আবেদন সেরে ফেলুন।

প্রকল্পের নাম

Shramik Poshan Yojana

Shramik Poshan Yojana 2025 উদ্দেশ্য

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অস্থায়ী শ্রমিকদের জীবন যাপন সাধারণভাবে অত্যন্ত কঠিন হয়ে থাকে। প্রতিনিয়ত আর্থিক সমস্যার সঙ্গে দিন কাটাতে হয় এই সমস্ত শ্রমিক শ্রেণীকে। যার কারণে একটি ভালো মানের জীবনধারণের অক্ষম হন এই সমস্ত শ্রমিক শ্রেণী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই শ্রমিক শ্রেণীর সার্বিক উন্নয়নের জন্যই শ্রমিক পোষণ যোজনা শুরু করা হয়েছে।

Read More: প্রতি বছর কৃষকেরা পাবেন ১২,০০০ টাকা! আবেদন করুন কেন্দ্রের এই স্কিমে।

Shramik Poshan Yojana 2025 সুযোগ সুবিধা

কেন্দ্র সরকারের পক্ষ থেকে (Shramik Poshan Yojana 2025) প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে দেশ ও শ্রমিক শ্রেণীকে। প্রতিটি প্রার্থী এখানে প্রতি মাসে ৩০০০ টাকার হিসাবে ৩৬,০০০/- টাকা সহায়তা পাবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

আবেদনের যোগ্যতা

  1. এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের রাজ্যের শ্রমিক শ্রেণীর অন্তর্গত হতে হবে।
  2. আবেদনকারী শ্রমিকের কাছে ই শ্রমকার্ড থাকতে হবে।
  3. পুরুষ মহিলা নির্বিশেষে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
  4. আবেদনকারীদের কাছে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র থাকা আবশ্যক।
  5. ন্যূনতম ১৮ বছর না হলে এই প্রকল্পে আবেদন জানানো যাবে না।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর পরিচয় পত্র
  2. আধার কার্ড
  3. একটি বৈধ ব্যাংক একাউন্ট নম্বর
  4. বৈধ মোবাইল নম্বর
  5. জাতিগত সার্টিফিকেট
  6. ই শ্রম কার্ড
  7. লেবার কার্ড ইত্যাদি

আবেদন পদ্ধতি (Shramik Poshan Yojana 2025)

এই প্রকল্পের জন্য ইচ্ছুক আবেদনকারীদের www.eshram.gov.in -শ্রমিকদের জন্য এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এখানে নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই অনলাইন আবেদন জানানো যাবে। এর জন্য প্রথমেই ইচ্ছুক আবেদনকারীকে নিজের ই শ্রমকার্ড একাউন্টটি লগইন করে নিতে পারেন। এরপর প্রয়োজনীয় প্রকল্পের জন্য আবেদন পত্রটি অনলাইন মাধ্যমে পূরণ করে জমা করতে হবে।

Leave a Comment