SBI New Scheme 2025: ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের মানুষকে লাখপতি করার বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হল। আসলে রোজগারের পর প্রতিটি মানুষের জীবনে খরচের পাশাপাশি সঞ্চয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কারণে অনেক সময়ই মানুষ কম সময়ে বেশি রোজগারের আশায় ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন। এর ফলে সেই বিনিয়োগের বেশিরভাগ টাকাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তবে এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্দান্ত সুদের হারে বিনিয়োগের বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। আপনি যদি এই বিনিয়োগ সম্পর্কে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত পড়ে নেবেন।
SBI New Scheme 2025
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবাসীদের বিনিয়োগ এবং সঞ্চয়ের দিকটি নিশ্চিত করতে ‘হর ঘর লক্ষপতি আরডি স্কিম’ এবং ‘এসবিআই প্যাট্রনস এফডি স্কিম’ নিয়ে আসা হয়েছে। এই দুই প্রকল্পে আকর্ষণীয় সুদের হারের কারণে অত্যন্ত অল্প সময়ের মাধ্যমে অধিক সংখ্যক রোজগারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা।
Read More: নতুন বছরে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কি জানাচ্ছে রাজ্য সরকার?
‘হর ঘর লক্ষপতি আরডি স্কিম’
SBI New Scheme 2025 এর পক্ষ থেকে নাবালক নাবালিকা সহ প্রাপ্তবয়স্ক মানুষদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এই দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পটি মূলত আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম। যার মাধ্যমে প্রতি মাসে বিনিয়োগের পাশাপাশি ম্যাচিউরিটির পরে অধিক পরিমাণে টাকা রোজগারের সুযোগ থাকে বিনিয়োগকারীদের কাছে। এই প্রকল্পের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিনিয়োগকারীরা ১ লক্ষ টাকা বা তার থেকে বেশি অংকের টাকা জমাতের সক্ষম হবেন।
‘এসবিআই প্যাট্রনস এফডি স্কিম’
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেশের প্রবীর নাগরিকদের জন্য অর্থ সঞ্চয়ের উপায় হিসেবে এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। যেখানে তুলনামূলকভাবে বেশি সুদের হারে ফিক্স ডিপোজিট করার সুযোগ পাবেন নাগরিকরা।
SBI New Scheme 2025 সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম এর মাধ্যমে আকর্ষণীয় সুদের অফার দিচ্ছে ব্যাংক। যেখানে ৭ দিন থেকে ৪৫ দিন- ৪.০০%, ৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৬.০০%, ১৮০ দিন থেকে ২১০ দিন- ৬.৭৫%, ২১১ দিন থেকে ৩৬৪ দিন- ৭.০০%, ১ বছর থেকে ১ বছর ১১ মাস- ৭.৩০%, ২ বছর থেকে ২ বছর ১১ মাস- ৭.৫০%, ৩ বছর থেকে ৪ বছর ১১ মাস- ৭.২৫%, ৫ বছর থেকে ১০ বছর- ৭.৫০% সুদ দেওয়া হবে।
SBI New Scheme 2025 | Click Here |