Banglar Bari Prakalpa 2025:

By Ipsita Dey

Published On:

Follow Us
Banglar Bari Prakalpa 2025

Banglar Bari Prakalpa 2025: প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুকরণে শুরু হলেও বাংলা আবাস যোজনার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের জমিহীন মানুষদের কাছেও পৌঁছাবে আবাস যোজনার টাকা। এর পাশাপাশি বাড়ি বানানোর জন্য জমির বন্দোবস্ত করা হবে সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই দুর্দান্ত পদক্ষেপে আলোরন তৈরি হয়েছে রাজ্যের মানুষদের মধ্যে।

বরাবরই পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন প্রকারের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার। এর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে। এরমধ্যে যেমন মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার বা কন্যাশ্রী প্রকল্প রয়েছে, তেমনি বিবাহের জন্য রয়েছে রূপশ্রী প্রকল্প।

এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য শুরু করা হয়েছে সবুজ সাথী প্রকল্প। রাজ্যের কৃষকদের জন্য রয়েছে ফসল বীমা যোজনা কিংবা তরুণদের জন্য রয়েছে তরুণ প্রকল্প, বেকারদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প।

Read More: কেন্দ্রের তরফ থেকে শ্রমিকরা পাবেন ৩০০০ টাকা! এখনই অনলাইনে আবেদন করুন।

এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প (Banglar Bari Prakalpa 2025) নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ পশ্চিমবঙ্গ রাজ্যে আসছে না বলে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও এই বিষয়ে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করা হয় বাংলার বাড়ি প্রকল্প।

Banglar Bari Prakalpa 2025

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের গৃহহীন মানুষদের মাথার উপরে পাকা ছাদ করে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। রাজ্যের মানুষেরা যাতে কেন্দ্রের রাজনীতির জন্য কোনরকম সমস্যার সম্মুখে না পড়েন, সেই দিকটি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। তবে বর্তমানে এই প্রকল্প নিয়ে একাধিক দুর্নীতির খবর উঠে এসেছে প্রকাশ্যে।

সম্প্রতি জানা গিয়েছে যে, বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছে গিয়েছে। অথচ এমন বারো হাজার উপভোক্তার খোঁজ পাওয়া গিয়েছে, যাদের কাছে বাড়ি বানানোর নিজস্ব জমি নেই। এই খবরটি জেলা প্রশাসকের কাছে যেতেই এই বিষয়ে শুরু হয়েছে বিভিন্ন তদন্ত।

কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে (Banglar Bari Prakalpa 2025) আবেদনের জন্য আবশ্যকভাবে প্রয়োজন হয় একটি জমির। এক্ষেত্রে নিজস্ব জমি ছাড়া কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্ভুক্ত হলে নেই সমস্ত উপভোক্তারা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র জমিহীন মানুষদের জমি প্রদান করার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Banglar Bari Prakalpa 2025Click Here

Leave a Comment