PM Kisan Scheme 2025: এবার কৃষকরা পাবেন মোটা অংকের টাকা! কিভাবে পাবেন দেখে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Kisan Scheme 2025

PM Kisan Scheme 2025: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে মোটা অংকের টাকা পেতে চলেছেন দেশের সমস্ত কৃষকেরা। কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের কৃষকদের একাধিক ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি এই প্রকল্পের অন্তর্গত কৃষকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে থাকে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ ঘোষণা ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

দেশের কৃষি মন্ত্রণালয়ে কৃষক সম্মান নিধি প্রকল্পের বিভিন্ন সহায়তা সম্পর্কে ইতিমধ্যেই একাধিক আলোচনা হয়েছে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য এবং অন্যান্য বিষয়ে পরিবর্তন আনতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই এই নিয়ে বিরাট বড় ঘোষণা হতে চলেছে। দেশের কৃষকের এই সম্পর্কে বিস্তারিত তথ্য না জেনে থাকলে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে বিশদে জেনে নিন।

PM Kisan Scheme 2025

দেশের কৃষকদের বেশিরভাগ সময়ই আর্থিক অনটনের সঙ্গে প্রতিদিনের জীবনযাপন করতে হয়। এ পাশাপাশি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে কৃষকদের লাভের অংক একেবারেই শূন্য হয়ে যায়। এর ফলে বিভিন্ন এলাকায় কৃষকদের আত্মহত্যার খবর পর্যন্ত শোনা গিয়েছে।

এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আটকাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের আয়োজন করা হয়েছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প।

Read More: সমস্ত শ্রমিকরা পাবেন ৩৬ হাজার টাকা! আবেদন করুন এই প্রকল্পে।

নতুন বছরে নতুন ঘোষণা (PM Kisan Scheme 2025)

ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অঙ্গরাজ্য বিহারের কৃষকদের অবস্থা পরিদর্শনে আসতে চলেছেন। বিহারের কৃষকদের জন্য একাধিক প্রকল্প আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের কৃষকদের উর্বর মাটি মাখনা এবং লিচু উৎপাদনের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই উৎপাদন যাতে ভবিষ্যতে আরও অধিক পরিমাণে হয় সেই দিকেও কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। কম পরিশ্রমে মাখানা চাষকে অধিক ফলদায়ক করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন মেশিনের প্রকল্প নিয়ে আসা হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ওই মাসেই বিহারের বিভিন্ন ফসলের উৎপাদন স্বচক্ষে পরিদর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে পারেন বলেও জানা যাচ্ছে।

PM Kisan Scheme 2025Click Here

Leave a Comment