Central Government schemes 2025: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেরা ইনভেস্টমেন্ট স্কিম! কোন স্কিমে কত পারসেন্ট রিটার্ন পাবেন দেখুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Central Government schemes 2025

Central Government schemes 2025: কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ভারতবর্ষের বৃহত্তম দুটি ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে আসা হয়েছে। এতদিন পর্যন্ত একাধিক বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে ভারতবাসী ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে থাকলেও এবারে আপনার আমার সকলের পরিচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই দুর্দান্ত বিনিয়োগ প্রকল্প গুলি সম্পর্কে জেনে নিন।

বর্তমান সময়ে যেভাবে জিনিসের দাম বাড়ছে তাতে সঠিক পদ্ধতি অবলম্বন করে ঝুঁকিহীন পন্থায় বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই নিজের কষ্টার্জিত অর্থ সঠিক পদ্ধতি মেনে বিনিয়োগ করার জন্য বেছে নিতে পারেন ভারত বর্ষের বৃহত্তম দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBIPNB কে। তাহলে আসুন আজকের প্রতিবেদন থেকে এই ব্যাংক দুটির দুর্দান্ত বিনিয়োগ পদ্ধতি (Central Government schemes 2025) সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Read More: এখন ঘরে বসেই পাবেন সব পরিসেবা! ডাউনলোড করুন ‘বাংলা পঞ্চায়েত মোবাইল অ্যাপ’।

PNB বিনিয়োগ স্কিম (Central Government schemes 2025)

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্যে দুর্দান্ত দুটি বিনিয়োগ স্কিম লঞ্চ করা হয়েছে। এই দুটি স্কিমের মাধ্যমে মূল্য বৃদ্ধির বাজারে যথেষ্ট ভালো মানের রিটার্ন পাবেন গ্রাহকেরা। এর নাম হল- ৩০৩ দিনের স্কিম এবং ৫০৬ দিনের স্কিম।

৩০৩ দিনের স্কিম: এই স্কিমের মাধ্যমে প্রতিদিন উপভোক্তারা টাকা জমা করলে বার্ষিক ৭ শতাংশ সুদ পেতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে স্কিমের নাম অনুসারে ৩০৩ দিন ধরে অবিচ্ছিন্নভাবে টাকা বিনিয়োগ করতে হবে উপভোক্তাকে।

৫০৬ দিনের স্কিম: এই দুর্দান্ত স্কিম এর মাধ্যমে ৫০৬ দিনের জন্য ৬.৭% হারে সুদ পাবেন উপভোক্তারা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিনিয়োগ স্কিম

ভারতের জনসাধারণের বিনিয়োগের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও দুর্দান্ত দুটি বিনিয়োগ স্কিম লঞ্চ করা হয়েছে। এই প্রকল্প দুটির নাম হল- হর ঘর লাখপতি যোজনা এবং SBI পাট্রন্স স্কিম।

SBI Patrons স্কিম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের আর্থিক নিরাপত্তার জন্য এই দুর্দান্ত স্কিমটি লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে দেশের সিনিয়র সিটিজেনদের অধিকতর সুদের পরিমাণ দেওয়া হবে বলেও জানিয়েছে বৃহত্তম ব্যাংক।

হর ঘর লাখপতি যোজনা: এই দুর্দান্ত প্রকল্পের (Central Government schemes 2025) মাধ্যমে প্রতি মাসে অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন উপভোক্তারা। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম ১০ বছর থেকে টাকা বিনিয়োগ শুরু করা যাবে। এখানে ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত প্রতিমাসে রেকারিং ডিপোজিট এর মত অর্থ বিনিয়োগ করে ১ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।

PNB Schemes 2025Click Here
SBI Schemes 2025Click Here

Leave a Comment