WB Lakkhir Bhandar Prakalpa 2025: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে নতুন কিস্তিতে! এখনই আবেদন পদ্ধতি জেনে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
WB Lakkhir Bhandar Prakalpa 2025

WB Lakkhir Bhandar Prakalpa 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অন্যতম। তাই আপনি যদি এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন না জানিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আবারও এই প্রকল্পে আবেদন জানানোর সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।

সম্প্রতি রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে WB Lakkhir Bhandar Prakalpa 2025 আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে নগদ ১০০০ টাকা বা ১২০০ টাকা পাওয়ার জন্য রাজ্যের মহিলাদের কাছে এই দুর্দান্ত সুযোগ রয়েছে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এই লক্ষ্য পূরণের সঙ্গী হয়েছে রাজ্য সরকারের দুর্দান্ত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি ও আদিবাসী শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

ইতিমধ্যেই একাধিক সরকারি নথির মাধ্যমে জানা গিয়েছে যে রাজ্যের মহিলারা লোকের ভান্ডারের অর্থের মাধ্যমে সমাজে নিজেদের একটি পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। এর পাশাপাশি অনেক মহিলা নিজের একটি ছোটখাটো ব্যবসা তৈরি করতে পেরেছেন। এছাড়াও মহিলাদের হাত খরচা থেকে শুরু করে পরিবারের পাশে দাঁড়ানো পর্যন্ত সমস্ত বিষয়েই সঙ্গী হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারের অর্থ।

Read More: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হল ‘ইন্টার্নশিপ প্রকল্প’! প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন ১০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা (WB Lakkhir Bhandar Prakalpa 2025)

  1. আবেদনকারীকে আবশ্যকভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা মহিলা হতে হবে।
  2. আবেদনকারী প্রতিটি মহিলাকে অন্ততপক্ষে ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যবর্তী হতে হবে।
  3. সরকারি বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
  4. সরকারি পেনশন ব্যবস্থার আওতায় রয়েছেন এমন মহিলারাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত সারা রাজ্য জুড়ে একাধিক এলাকায় আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে গিয়ে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন উপভোক্তারা। এর জন্য আপনাদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডিটেলস, আধার কার্ড, রঙিন ছবি এবং ঠিকানার প্রমাণপত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এবং এই প্রকল্পের আবেদন জানাতে হবে।

WB Lakkhir Bhandar Prakalpa 2025Click Here

Leave a Comment