WB Ration Update 2025: ফেব্রুয়ারি মাসে রেশনে কি কি মাল পাবেন? কোন কার্ডে কত কেজি চাল, গম, আটা পাবেন?

By Ipsita Dey

Published On:

Follow Us
WB Ration Update 2025

WB Ration Update 2025: ভারতবর্ষের প্রতিটি মানুষকে খাদ্য সুরক্ষা প্রদান করার জন্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এই রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের প্রচুর জনগণ বর্তমানে উপকৃত হচ্ছেন। সম্প্রতি বিভিন্ন রেশন গ্রাহকদের দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য তাদের বৈধ মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রাপ্ত রেশনের পরিমাণ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসেই খাদ্য দপ্তরের একটি এসএমএস ঢুকে গ্রাহকদের মোবাইলে। তার মাধ্যমে গ্রাহকেরা সচেতন হয়ে যেতে পারেন তাদের প্রাপ্ত রেশনের বিষয়ে। নতুন মাস পড়ার সাথে সাথেই এই বিষয়টির অন্যথা হয়নি। চলতি মাসে কোন রেশন কার্ডের বদলে কতটা পরিমাণ চাল, গম, আটা বা চিনির মতো জিনিসপত্র পাবেন সেটি বিশদে জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

রেশন ব্যবস্থা (WB Ration Update 2025)

২০২০ সালের করোনা সময়কাল থেকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হয়, ভারতের নাগরিকদের। এর পাশাপাশি রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসাবেও ব্যবহৃত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন মানুষের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে। এগুলি হল- অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, PHH রেশন কার্ড, SPHH রেশন কার্ড, RKSY-I কার্ড এবং RKSY-II কার্ড।

প্রতিটি রেশন কার্ডের (WB Ration Update 2025) বিনিময়ে সরকারের পক্ষ থেকে পৃথক পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে মূলত আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নির্ধারিত পরিমাণ খাদ্যদ্রব্য প্রতিমাসে পেয়ে থাকেন গ্রাহকেরা। চলতি মাসের হিসাব অনুযায়ী কোন কার্ডের বিনিময়ে কত রেশন পাবেন তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

Read More: প্রধানমন্ত্রী লাখপতি যোজনা! এখনই জেনে নিন এর সুবিধা, আবেদন পদ্ধতি, যোগ্যতা!

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গ্রাহকদের প্রাপ্য তালিকা অনুযায়ী এই কার্ডধারী ব্যক্তিরা ২১ কেজি চাল এবং ১৩.৩ কেজি গম বা আটা পাবেন।

PHH ও SPHH রেশন কার্ড

উভয় কার্ডধারী ব্যক্তিদের কাছেই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে মোট ৩ কেজি চাল এবং ১.৯ কেজি গম বা আটা।

RKSY-I রেশন কার্ড

আর্থিকভাবে কিছুটা সক্ষম পরিবারগুলিকে এই কার্ডের মাধ্যমে মোট ৫ কেজি চাল দেওয়া হবে এই মাসে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনরকম আটা বা গম দেওয়া হয় না।

RKSY-II রেশন কার্ড

এই রেশন কার্ড (WB Ration Update 2025) থাকলে প্রতিটি গ্রাহক সরকারের পক্ষ থেকে মোট ২ কেজি চাল পাবেন।

WB Ration Update 2025Click Here

Leave a Comment