Bima Sakhi Yojana 2025: ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত বিভিন্ন সার্ভে অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতবর্ষের মহিলারা বহু অংশে পিছিয়ে রয়েছেন। এই সমস্ত মহিলাদের সারাদিন একাধিক সমস্যার সঙ্গে দিন অতিবাহিত করতে হয়।এমন অবস্থায় যদি মহিলারা স্বনির্ভর হতে পারেন তাহলে নির্দিষ্ট রাজ্যসহ সমগ্র দেশের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
এই উদ্দেশ্যে দেশের মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত লাইফ ইন্সুরেন্স কোম্পানির পক্ষ থেকে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে, দুর্দান্ত এক প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কয়েক হাজার মহিলাকে নিয়োগ করতে চলেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। বিস্তারিত জানার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদন।
Bima Sakhi Yojana 2025
ভারত সরকারের অন্তর্গত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে কয়েক হাজার শুন্য পদে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে সখী বীমা যোজনা নামে এক দুর্দান্ত প্রকল্পের সূচনা করা হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য
দেশের মহিলাদের সম্পূর্ণভাবে স্বনির্ভর করার উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত প্রকল্প শুরু করা হয়েছে। যেখানে দেশের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও দেশের বিভিন্ন গ্রামে গঞ্জে বীমা পরিষেবা পৌঁছে দেওয়ার একটি অন্যতম মাধ্যম হয়ে উঠতে চলেছে এই প্রকল্প।
Read More: স্টেট ব্যাঙ্কে চালু হল দুটি নতুন স্কিম! টাকার সাথে পাবেন অন্যান্য সুযোগ সুবিধাও।
প্রকল্পের মাধ্যমে প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার মহিলাকে কর্মী হিসেবে নিয়োগ করবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে মোট তিন বছরের চুক্তিভিত্তিক কাজ করতে হবে নিযুক্ত মহিলাদের। যেখানে প্রথম বছরের প্রতিমাসে ৭০০০ টাকা, দ্বিতীয় বছরের প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরের প্রতি মাসে ৫০০০ টাকা বেতন পাবেন মহিলারা। এভাবে মোট ২১ হাজার টাকা রোজগারের সুযোগ থাকছে দেশের মহিলাদের কাছে।
আবেদনের যোগ্যতা
এখানে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করলেই ইচ্ছুক মহিলারা আবেদন জানাতে পারবেন। এখানে ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে ৭০ বছর পর্যন্ত মহিলারা আবেদন জানাতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর পরিচয় পত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- বয়সের প্রমাণপত্র ইত্যাদি
আবেদন প্রক্রিয়া (Bima Sakhi Yojana 2025)
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে LIC র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন ইচ্ছুক মহিলারা।
Bima Sakhi Yojana 2025 | Click Here |