Budget Price 2025: নতুন বাজেটে জ্বালানির দাম আকাশছোঁয়া! পেট্রোল, ডিজেল, কেরোসিনের নতুন দাম কত জেনে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Budget Price 2025

Budget Price 2025: নতুন বাজেটে জ্বালানির দাম আকাশছোঁয়া! পেট্রোল, ডিজেল, কেরোসিনের নতুন দাম কত জেনে নিন। ভারতবর্ষের অর্থনীতি এবং অগ্রগতি জানার জন্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন আগামী অর্থবর্ষের বাজেট পেশ করে থাকেন। এই বছরও তার অন্যথা হয়নি।

তবে এই বছরের বাজেট মধ্যবিত্তদের জন্য একাধিক খুশির খবর ঘোষণা করলেও, বাজেট ঘোষণার (Budget Price 2025) মাধ্যমে জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী অর্থবর্ষে প্রাই বেশিরভাগ জ্বালানির দামই বেশ কিছুটা পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। কোন জ্বালানির দামে কতটা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

বর্তমানে বাড়ির রান্না থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় গাড়ি চালানো সবেতেই প্রয়োজন হয় জ্বালানির। ২০২৫-২৬ অর্থ বর্ষের কেন্দ্রীয় বাজেট যে শুধুমাত্র পেট্রোল বা ডিজেলের মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে তাই নয়, বাড়ার সম্ভাবনা রয়েছে কেরোসিন তেলের দামও। অর্থাৎ আগামী অর্থবর্ষে সমস্ত রকমের জ্বালানির ক্ষেত্রেই খরচ বাড়বে ভারতবাসীর।

Read More: এবার ইশ্রম কার্ড পাবেন সবাই! একাধিক সুযোগ-সুবিধা পাবেন এই কার্ডে।

কোন জ্বালানির ক্ষেত্রে কত টাকা দাম বাড়বে?

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেই বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জ্বালানির। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে-

  1. প্রতি লিটার পিছু ডিজেলের দাম ৪.৪৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে।
  2. পেট্রোলের দাম প্রতি লিটারে ১.২৪ টাকা বাড়ার সম্ভাবনায় রয়েছে।
  3. বেশিরভাগ ভারতীয় ঘরে ব্যবহৃত কেরোসিন তেলের দাম প্রতি লিটারে সরাসরি ৫ টাকা বৃদ্ধি পেতে পারে।
  4. অপরদিকে লাইট ডিজেলের দাম প্রতি লিটারে ৫.৯৩ টাকা বৃদ্ধি পেতে চলেছে।

Budget Price 2025

বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির পক্ষে জীবনধারণ করা যথেষ্ট সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। পেট্রোল কিংবা ডিজেলের মতো জ্বালানি গুলি পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে পেট্রোল বা ডিজেলের দাম বাড়লে পরিবহনের মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে সমস্যায় পড়বে, মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার গুলি।

অপরদিকে কেরোসিন তেল প্রায় প্রতিটি বাড়িতেই বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এখনো পর্যন্ত অনেক পরিবার রান্নার কাজে কিংবা আলো জ্বালানোর জন্য কেরোসিন তেল ব্যবহার করে থাকে। প্রতি লিটারে এর দাম বাড়লে এই সমস্ত নিম্ন এর পরিবার গুলির জীবনধারণে সমস্যা তৈরি হবে। হালকা ডিজেলের মূল্য বৃদ্ধি প্রভাব ফেলবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলিকেও।

Budget Price 2025Click Here

Leave a Comment