EShram Card Apply 2025: নতুন বছরের নতুন বাজেট নিয়ে তোলপাড় সারা দেশ! ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সর্বসমক্ষে ঘোষণা করেছেন আগামী বছরের বাজেট। এখানে ভারতবর্ষের একাধিক নতুন নতুন প্রকল্প এবং আগামী দিনের উন্নয়ন সম্পর্কেও বিশদে আলোচনা করা হয়েছে। আগামী বছরে জমেটো, সুইগি ডেলিভারি বয়ের মত গিগ কর্মীদের জন্য আসতে চলেছে দুর্দান্ত প্রকল্প।
বর্তমানে রমরমে চলছে গিগ কর্মীদের ব্যবসা (EShram Card Apply 2025)। এখানে মূলত জমেটো সুইগি ব্লিংকিট ইত্যাদি সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত রয়েছেন তাদেরকেই গিগ কর্মী বলা হয়। এই কর্মীরা নিজেদের ইচ্ছা মত সময়সীমার মধ্যে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।
নতুন অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সমস্ত কর্মীদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে কোন কোন সুবিধা জমেটো, সুইগী ডেলিভারি বয়রা? জানার জন্য অবশ্যই পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
Read More: মোদী দিচ্ছে ১৫ হাজার টাকার টুল কিট বিনামুল্যে! আবেদন করুন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে’।
কেন্দ্রীয় সরকারের বাজেটে গিগ কর্মীদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধা
- দেশের ১ কোটি গিগ কর্মীরা ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন।
- বিভিন্ন আপৎকালীন অবস্থার মোকাবিলা করার জন্য এই সমস্ত কর্মীদের স্বাস্থ্য বীমা প্রদান করবে কেন্দ্রীয় সরকার।
- এর পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থাকবে গিগ কর্মীদের জন্য।
- সাধারণত এই সমস্ত দিক কর্মীদের সামাজিকভাবে মর্যাদা দেওয়া হয় না। এই কারণেই সমস্ত কর্মীদের সামাজিক অবস্থার উন্নতির জন্য একাধিক প্রকল্প (EShram Card Apply 2025) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
- এবার থেকে অত্যন্ত সহজ শর্তে একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পক্ষ থেকে ঋণ গ্রহণ করতে পারবেন এই কর্মীরা।
- ইউপিআই লিংক ক্রেডিট কার্ডেরও সরাসরি সুবিধা পেয়ে যাবেন।
- কেন্দ্রীয় সরকারের আগামী বছরের বাজেটের মধ্যে গিগ কর্মীদের শ্রমকার্ড প্রদান করার ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে অস্থায়ী শ্রমিকদের জন্য শুরু করার সকল প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন এই গিঙ্ক কর্মীরা।
গিগকর্মীরা পাবেন শ্রমকার্ড (EShram Card Apply 2025)
ভারত সরকারের পক্ষ থেকে দেশের অস্থায়ী শ্রমিকদের জন্য শুরু করা হয়েছে ই শ্রমকার্ড প্রকল্প। এই প্রকল্পের আবেদনকারীরা একটি ইউনিক ভেরিফিকেশন নম্বরযুক্ত শ্রমিক কার্ড পাবেন। এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবশ্যিকভাবে প্রতিটি কর্মীকে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে eshram.gov.in গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে নিজেদের মোবাইল নম্বরের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করে তারপরে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।