Green Credit Card 2025: এই কার্ড সবাইকে করতে হবে! কেন্দ্রের গ্রিন ক্রেডিট কার্ড স্কিম।

By Ipsita Dey

Published On:

Follow Us
Green Credit Card 2025

Green Credit Card 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি দপ্তরের পক্ষ থেকে পরিবেশ রক্ষার্থে নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্যে এবার শুরু হতে চলেছে গ্রীন ক্রেডিট কার্ড প্রকল্প। Green Credit Card 2025 প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর ব্যক্তিগত কার্বন পদচিহ্ন হিসাব করবে রাজ্য সরকার।

বিনিময়ে পাওয়া যাবে ব্রাউন পয়েন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য কে কার্বন মুক্ত করার জন্য দুর্দান্ত প্রকল্প হতে চলেছে এটি। গ্রীন ক্রেডিট কার্ডের সুবিধা এবং প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই পড়ে নিতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

গ্রীন ক্রেডিট কার্ড প্রকল্প

গোটা বিশ্ব সারাক্ষণই বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তাশীল। এর কারণে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে কার্বনের ব্যবহার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রীন ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে আসা হয়েছে।

রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র গ্রীন ক্রেডিট কার্ড প্রকল্পকে পশ্চিমবঙ্গ রাজ্যের এক অনন্য উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছেন। ব্যক্তিগত কার্বন পদচিহ্ন রেগুলেট করার জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। Green Credit Card 2025 প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে রাজ্য সরকার।

Read More: প্রতি বছর এক হাজার টাকা ও এককালীন ২৫ হাজার টাকা পাবেন! আবেদন করো এই স্কীমে।

কীভাবে কমাবেন ব্যক্তিগত কার্বন পদচিহ্ন?

ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমানোর জন্য কার্বন নিঃসরণ হয়, এমন জিনিসের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। এর ফলে পরিবেশ সম্পূর্ণভাবে কার্বন মুক্ত হয়ে উঠবে এবং মানুষের জীবনযাত্রা আরও উন্নততর হবে। নিজেদের ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমানোর জন্য- ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন মাধ্যম ব্যবহার করা, প্লাস্টিক যত দ্রব্যের ব্যবহার কমিয়ে ফেলা, বিভিন্ন বর্জ্যের পুনর্ব্যবহার, সাইকেল চালানো এবং আতশবাজির ব্যবহার কমানো যেতে পারে।

Green Credit Card 2025 এর সুযোগ সুবিধা

  • এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা নিজেদের দৈনন্দিন জীবনে কার্বনের ব্যবহার কমিয়ে ফেলবেন, তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
  • পাশাপাশি কার্বনের ব্যবহার কমানোর সাথে সাথেই মিলবে ব্রাউন ক্রেডিট পয়েন্ট। ভবিষ্যতে এই পয়েন্টটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
  • প্রতিটি ব্যক্তির কার্বন পদচিহ্ন কমানোর উদ্যোগে এটি রাজ্যের প্রথম পদক্ষেপ হিসেবে গণনা করা যেতে পারে।
  • পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে সবুজ পরিবেশকে রক্ষা করাও সম্ভব হবে।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের ইকো ক্লাব গুলির সদস্যদের এই কার্ড সরবরাহ করবে রাজ্য সরকার। আপাততভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের ইকো ক্লাবের পক্ষ থেকে প্রতিটি সদস্যের কার্বন পদচিহ্ন ট্র্যাক করা হবে। পরবর্তী সময়ে এই প্রকল্পের বৃহৎ সম্প্রচার করা হতে পারে বলে জানানো হয়েছে।

Green Credit Card 2025Click Here

Leave a Comment