HDFC Scholarship Yojana 2025: ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন স্কলারশিপ! সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
HDFC Scholarship Yojana 2025

HDFC Scholarship Yojana 2025: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমন অনেক দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রী রয়েছেন যাদের লেখাপড়ায় আগ্রহ থাকলেও পারিবারিক অর্থনৈতিক দুর্বলতার কারণে তারা তাদের উচ্চশিক্ষার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হতে পারেন না। তবে এবারে এই সমস্ত পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য ভারতের অন্যতম বেসরকারি ব্যাংক HDFC র পক্ষ থেকে একটি দুর্দান্ত মেধাবৃত্তির আয়োজন করা হয়েছে।

ব্যাংকের এই মেধাবৃত্তি প্রকল্পে কারা বেদন জানাতে পারবেন? কত টাকার মেধাবৃত্তি পাওয়া যাবে? আবেদন পদ্ধতি কী রয়েছে? তাদের সমস্ত তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

HDFC Scholarship Yojana 2025

দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে এসএসসি ব্যাংকের পক্ষ থেকে স্কলারশিপ প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে যোগ্য ছাত্র-ছাত্রীদের।

Read More: ই শ্রম কার্ডে পাবেন মোট ২১টি সুবিধা! আজই বানিয়ে ফেলুন এই কার্ড।

আবেদনের যোগ্যতা

  1. ছাত্রছাত্রীকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে যে কোন ডিগ্রী কোর্স বা ডিপ্লোমা কোর্সে এডমিশন নিতে হবে। এখানে BA, BSc, BCom, BTech, MBBS, নার্সিং ইত্যাদি একাধিক কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন।
  2. পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকলে তবেই সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এর সুযোগ করে দেওয়া হবে।
  3. আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার কম হতে হবে।

প্রকল্পের সুযোগ সুবিধা

BA, BSc, BCom -এর মত সাধারন ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন এমন ছাত্র-ছাত্রীরা এই HDFC Scholarship Yojana 2025 র মাধ্যমে ৩০,০০০/- টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অপরদিকে BTech, MBBS, নার্সিং কিংবা ব্যাচেলর অফ আর্কিটেকচার এর মতো পেশাদার কোর্সের শিক্ষার্থীরা এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত সহায়তা লাভ করতে সক্ষম হবেন।

প্রয়োজনীয় নথিপত্র

  1. পাসপোর্ট-আকারের রঙিন ছবি
  2. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড
  3. আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
  4. পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
  5. শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন মার্কশিট এবং সার্টিফিকেট
  6. বর্তমান কোর্সে এডমিশনের প্রমাণপত্র
  7. ব্যাংকের বিবরণ ইত্যাদি

আবেদন পদ্ধতি (HDFC Scholarship Yojana 2025)

HDFC ব্যাংকের এই স্কলারশিপ প্রকল্পটি Buddy4Study দ্বারা প্রদান করা হচ্ছে। এর জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই Buddy4Study র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। ইমেইল আইডি এবং মোবাইল নম্বরের বৈধতা যাচাইকরণের মাধ্যমে অত্যন্ত সহজ পদ্ধতিতে ইচ্ছুক প্রার্থীরা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এরপর নিজের একাউন্টটি লগইন করে আবেদন পত্রটি সঠিক বিবরণের সাথে পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে জমা করে দিতে হবে।

HDFC Scholarship Yojana 2025Click Here
Apply Link Apply Now

Leave a Comment