Kanyashree Prakalpo 2025: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেওয়ার পর থেকেই একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছেন এই রাজ্যে। এর পাশাপাশি তিনি বরাবরই রাজ্যের মহিলাদের স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন। এই উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী ইত্যাদি একাধিক প্রকল্প রয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সফল প্রকল্পের বিষয়ে বিশেষ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের আওতায় আরো অধিক সংখ্যক উপভোক্তাদের সংযোগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়নের দিকে খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে লক্ষাধিক মহিলার ব্যাংক একাউন্টে ক্রেডিট হবে ২৫ হাজার টাকা। এই বিষয়ে বিস্তারিত উল্লেখ রইল আজকের প্রতিবেদনে।
কন্যাশ্রী প্রকল্প
পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার হার বাড়ানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর আর্থিক সহায়তা করা হয়ে থাকে রাজ্যের মহিলাদের। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মানে রাজ্যের ভবিষ্যৎ। সেই কারণে ই রাজ্যের ছাত্রীদের লেখাপড়ায় আরো বেশি উদ্যোগী করে তোলার জন্য (Kanyashree Prakalpo 2025) কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: চালু হয়ে গেল ভারতীয় সিটিজেন কার্ড! কিভাবে আবেদন করবেন দেখে নিন।
Kanyashree Prakalpo 2025 এর সুযোগ সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে ১৩ বছর থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের প্রতি বছর এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। এরপর সেই ছাত্রী যখন ১৮ বছর পূর্ণ করে, অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার পর প্রতিটি কন্যাশ্রী উপভোক্তা ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয় তার উচ্চশিক্ষার জন্য। এক্ষেত্রে স্নাতক ডিগ্রি কিংবা স্নাতকোত্তর ডিগ্রীর মতো উচ্চতর শিক্ষা বা পেশাগত কোন শিক্ষার জন্যেও ছাত্রীদের সহায়তা করে থাকে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রীদের লেখাপড়ায় আরো বেশি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এবারে ‘স্টুডেন্ট উইক’ এর সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ সালের মধ্যে আরও বেশি ছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই যাতে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে এক কোটিতে পৌঁছয়। এর জন্য জেলাস তরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮৯ লক্ষ ছাত্রী রয়েছেন। এবারে আরও ১১ লক্ষ ছাত্রীকে এই প্রকল্পে যোগ করতে চলেছে রাজ্য সরকার। কাজের মহিলাদের স্বনির্ভর শিক্ষিত এবং আত্মনির্ভরশীল করে তোলার উদ্দেশ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়াস রাজ্য সরকারের।
Kanyashree Prakalpo 2025 | Click Here |