Lakkhir Bhandar Scheme 2025: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে হবে ২২০০ টাকা! রাজ্য সরকারের বড় ঘোষণা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Lakkhir Bhandar Scheme 2025

Lakkhir Bhandar Scheme 2025: আবারো বাড়তে চলেছে লোকের ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির উপজাতি এবং আদিবাসী শ্রেণির মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা লাভ করতেন।

তবে সম্প্রতি এই প্রকল্পের (Lakkhir Bhandar Scheme 2025) আর্থিক সহায়তা আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।২০২৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করে দেওয়া হয়। এর ফলে লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের অনবদ্য ভোট প্রাপ্তি ঘটে।

এর কারনে দেশ ছাড়িয়ে বিদেশেও একাধিক বিশেষজ্ঞ কটাক্ষ করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কে। যদিও এইসব সমালোচনায় কর্ণপাত না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বাংলার নারীদের অধিকার বলেই ঘোষণা করেছেন।

ভোটব্যাংকে লক্ষ্মীর ভান্ডার

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের পূর্বে ভোট পাওয়ার চাল হিসাবে কটাক্ষ করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের আসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাহলে কি এবারেও ভোট পাওয়ার আশায় পুনরায় বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা?

আসলে ২০২১ সালে যখন প্রথমবারের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় তখন বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে মহিলা প্রার্থীকে ভোট কেন্দ্রে দেখা গিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে ভালো পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।

Read More: নতুন বাজেটে জ্বালানির দাম আকাশছোঁয়া! পেট্রোল, ডিজেল, কেরোসিনের নতুন দাম কত জেনে নিন।

প্রকল্পের আর্থিক সহায়তা (Lakkhir Bhandar Scheme 2025)

এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সালে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এই অর্থের পরিমাণ বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকায় এবং তপশিলি জাতির মহিলাদের জন্য প্রতিমাসে ১২০০ টাকা নির্ধারণ করা হয়।

বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা

২০২৫ সালের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে বলে একটি জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী বর্তমানে জানা যাচ্ছে সাধারণ পরিবারের মহিলারা আগামী অর্থ বর্ষ থেকে প্রতি মাসে ২০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী শ্রেণির মহিলারা প্রতিমাসে ২২০০ টাকা আর্থিক সহায়তা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Lakkhir Bhandar Scheme 2025Click Here

Leave a Comment