Lottery Tax Updates 2025: এবার থেকে আর সার্ভিস ট্যাক্স দিতে হবে না লটারির বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের। সাক্ষাৎ ভারতবর্ষের শীর্ষ আদালতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে চলছিল মামলা। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন ও এনকে সিং-এর বেঞ্চ স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারের এই অভিযোগকে খারিজ করে দেওয়া হয়েছে।
১৯৯৪ সালের অর্থ আইন সংশোধন করে লটারির টিকিট বিক্রির উপর সার্ভিস ট্যাক্স লাগানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে লটারির বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটাররা কোনরকম সরকারি পরিষেবা প্রদান করছে না। তবে এক্ষেত্রে লটারি বিক্রেতাদের থেকে কেন্দ্রীয় সরকারের আয়ের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে লটারি বিক্রেতাদের পক্ষেই রায় ঘোষণা করলেন বিচারপতি।
লটারি বিক্রেতাদের জন্য সুখবর
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ আইন সংশোধন করে লটারির টিকিট বিক্রেতাদের ওপর সার্ভিস ট্যাক্স (Lottery Tax Updates 2025) লাগু করার প্রচেষ্টা করা হলেও শীর্ষ আদালতের পক্ষ থেকে টিকিট বিক্রেতাদের স্বপক্ষে রায় ঘোষণা করা হয়েছে। এর ফলে কোনরকম সার্ভিস ট্যাক্স না দেওয়ার কারণে লটারি টিকিট বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের লাভের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে।
Read More: ৫ বছর পর রেপো রেট কমাল RBI, হোম লোণের ওপর সুদের হার কত বাড়বে?
তবে শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগারত্ন স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু থাকা গ্যাম্বলিং ট্যাক্স -এর নিয়ম অনুসারে রাজ্য সরকারকে কর প্রদান করতে হবে সমস্ত লটারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের। এই ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
মামলার ইতিহাস (Lottery Tax Updates 2025)
১৯৯৪ সালের অর্থ আইন সংশোধন করে লটারির টিকিট বিক্রির উপর সার্ভিস ট্যাক্স লাগানোর প্রচেষ্টা করে কেন্দ্রীয় সরকার। সরকার এবং কেন্দ্রের রাজস্ব বিভাগের পক্ষ থেকে লটারির টিকিট বিক্রির উপর সার্ভিস ট্যাক্স আরো অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আপিল এবং অভিযোগ দায়ের করা হয়।
তবে আদালতের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে খারিজ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারতের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে লটারি বিক্রেতারা কোন এজেন্সির মতো পরিষেবা প্রদান করে না। যার ফলে তাদের উপর সার্ভিস ট্যাক্স (Lottery Tax Updates 2025) আরোপ করার কোন ভিত্তি নেই।
বর্তমানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে লটারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের উপর থেকে সার্ভিস স্ট্রাকচার বোঝা কমলেও রাজ্য সরকারের গ্যাম্বলিং করের আইন অনুসারে প্রয়োজনীয় কর গুলি অবশ্যই দিতে হবে লটারি রেস্ট্রিবিউটার এবং বিক্রেতাদের।
Lottery Tax Updates 2025 | Click Here |