PM Best Schemes 2025: কেন্দ্রের তরফ থেকে চালু করা হল নতুন স্কিম! এখনই আবেদন পদ্ধি জেনে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Best Schemes 2025

PM Best Schemes 2025: হাতে মাত্র রয়েছে আর একটা দিন, তারপরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে সরকারি বাজেট। ভারতের অর্থনৈতিক বিভিন্ন অধিবেশনের মধ্যে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন বাজেট অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছরের মতো এই বছরেও ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী বছরের জন্য নির্ধারিত বাজেট পেশ করেন।

২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন বাজেটে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা বৃদ্ধি হতে পারে বলেও জানা যাচ্ছে। ভারতের উপভোক্তাদের জন্য ইউনিয়ন বাজেট একাধিক প্রকল্পের (PM Best Schemes 2025) সুযোগ সুবিধা বাড়াতে চলেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

নতুন অর্থবর্ষের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হতে পারে। একাধিক সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে নতুন অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি ঋণ গ্রহণে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে। এর পাশাপাশি এই প্রকল্পে আবেদনের যোগ্যতা অনুযায়ী উপভোক্তারা সরাসরি নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতের প্রত্যন্ত গ্রামগুলিকে সড়ক ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত করতে আগ্রহী হয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা তৈরিতে উদ্যোগী হয়েছে। আগামী বছরের ইউনিয়ন বাজেটে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য ১০% পর্যন্ত বাজেটের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

Read More: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে নতুন কিস্তিতে! এখনই আবেদন পদ্ধতি জেনে নিন।

আয়ুষ্মান ভারত যোজনা (PM Best Schemes 2025)

ভারতবর্ষের বিভিন্ন পিছিয়ে পড়া বর্গের উপভোক্তারা যাতে স্বল্প মূল্যে চিকিৎসা করাতে পারেন এবং ওষুধ কিনতে পারেন তার জন্যই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে উপভোক্তাদের। নতুন বছরে এই প্রকল্পেও একাধিক পরিবর্তন আনতে পারে কেন্দ্রীয় সরকার।

পিএম কিষান সম্মান নিধি যোজনা

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতদিন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৬০০০ টাকা আর্থিক সহায়তা পেতেন কৃষকেরা। নতুন অর্থবর্ষে এই টাকার পরিমাণ দ্বিগুণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। আগামীকাল কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশনে নির্মলা সীতারমন সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিশদে জানিয়ে দেবেন। এরপর থেকেই নতুন বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির জন্য কোন কোন পরিবর্তন এলো তা পরিষ্কারভাবে বোঝা যাবে।

PM Best Schemes 2025Click Here

Leave a Comment