PM Ujjwala Yojana 2.0: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়ার প্রকল্পে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক উপভোক্তারা নতুন বছরের এই প্রকল্পে সরাসরি আবেদন জানাতে পারবেন এবং গ্যাস সিলিন্ডারের পাশাপাশি গ্যাসের উনুনও পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বর্তমানে ইচ্ছুক আবেদনকারীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বাড়িতে বসেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা, নতুন বছরে প্রকল্পের পরিবর্তন, আবেদন পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ে নিতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
PM Ujjwala Yojana 2.0
ভারতবর্ষের তেল সরবরাহকারী কোম্পানিগুলোর মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসেই পরিবর্তিত হতে থাকে। বিগত কয়েক বছর ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগণ কিভাবে একটি গ্যাস সিলিন্ডার কিনবেন?
এই উদ্যোগকে সম্পূর্ণ করার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হচ্ছে।
Read More: প্রতিমাসে ৬০০০ টাকা পাবেন রাজ্যের মহিলারা! আবেদন করুন বিমা সখি স্কিমে।
PM Ujjwala Yojana 2.0 প্রকল্পের সুযোগ-সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলা উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের সংযোগ পাওয়ার পাশাপাশি রান্নার স্টোভ বা উনুনের সুবিধা ও পেয়ে যাবেন। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যকর পরিবেশে রান্না করার সুযোগ পাবেন মহিলারা।
আবেদনের যোগ্যতা
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের মহিলা হতে হবে।
- প্রতিটি আবেদনকারী মহিলাকে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করতে হবে এবং এই প্রকল্পে আবেদনের সুযোগ পাওয়ার জন্য তাদের কাছে BPL কার্ড থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
- আবেদনকারী মহিলাকে অন্ততপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
- একটি পরিবার থেকে মাত্র একজন মহিলাই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
- ভারতীয় রেশন প্রকল্পে আবেদনকারী মহিলার নাম থাকতে হবে।
PM Ujjwala Yojana 2.0 আবেদন পদ্ধতি
প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে PM Ujjwala Yojana 2.0 এর অফিসিয়াল ওয়েবসাইট pmuy.gov.in -এ গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য PM Ujjwala Yojana 2.0 অপশনে ক্লিক করে আবেদন পত্রটি পূরণ করে যথাযথ নথিপত্রের সঙ্গে জমা করতে হবে। এরপর সরকারের পক্ষ থেকে আবেদনটি যাচাই করে আপ্রুভ করা হলে, আবেদনকারী প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সক্ষম হবেন।