PM Viswakarma Yojana 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেশের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে অন্যতম হল ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের একাধিক প্রকল্প। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পূর্ণ করার পরে কর্মজীবনে প্রবেশ করার পূর্বে বেশ কিছু প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা।
বিশ্বকর্মা পুজোর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রকল্প শুরু করেছিলেন। যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিদিন প্রশিক্ষণ লাভ করার সাথে শিক্ষার্থীরা রোজগার করার ও সুযোগ পাবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১৫,০০০ টাকা পাঠানো হয়েছে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে। এই সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়ুন।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
বছর যত এগোচ্ছে তত বেশি ভারতবর্ষে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বেকার ছাত্রছাত্রীদের কর্মজীবন গড়ে তোলার দায়িত্বভার রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। এই কারণে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কাজের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা।
Read More: শ্রমিকদের জন্য দুর্দান্ত সুখবর! এখনই বানিয়ে ফেলুন ‘ই শ্রমকার্ড’।
প্রকল্পের সুযোগ সুবিধা
- PM Viswakarma Yojana 2025 র মাধ্যমে প্রতিটি উপভোক্তা প্রায় ১৮ রকমের বিষয় সম্পর্কে প্রশিক্ষণ লাভ করতে পারবেন।
- মূলত ৫ দিন থেকে ১৫ দিনের সময়কালের মধ্যে এই প্রশিক্ষণ প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার।
- প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন উপভোক্তাদের ৫০০ টাকা করে প্রদান করা হবে।
- প্রশিক্ষণের শেষে মূল্যবান সার্টিফিকেট এবং টুল কিট কেনার ভাউচার হিসাবে ১৫ হাজার টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
PM Viswakarma Yojana 2025 এর আবেদন পদ্ধতি
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে PM Viswakarma Yojana 2025 র উপভোক্তাদের জন্য টুল কিট কেনার ১৫০০০ টাকার ভাউচার পাঠানো হয়েছে। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কেন্দ্র সরকারের এই ভাউচার পাওয়ার পর তার স্ট্যাটাস চেক করার পদ্ধতি অবশ্যই নিচে দেওয়া ধাপ গুলি অবলম্বন করে জেনে নিন।
- প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- নিজের মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্যের সাথে ওয়েবসাইটে আপনার একাউন্টে লগইন করে নিন।
- এরপর প্রোফাইল অপশনে গিয়ে টুল কিট ভাউচার অপশনটি বেছে নিন।
- এরপর টুল কিট ভাউচার স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি এই টাকা পেয়েছেন কিনা তা জেনে নিন।
PM Viswakarma Yojana 2025 | Click Here |