Ramadan Ration Update 2025: রমজান মাসে রাজ্য সরকারের নতুন চমক! রেশনে মিলবে অতিরিক্ত সামগ্রী, কোন কার্ডে কতটা পাবেন?

By Ipsita Dey

Published On:

Follow Us
Ramadan Ration Update 2025

Ramadan Ration Update 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের রেশনভোগী উপভোক্তাদের জন্য আবারো দুর্দান্ত খবর প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পাঠানো হয় রেশন কার্ড উপভোক্তাদের জন্য।

এখানে কার্ডের প্রকারভেদ অনুসারে নির্দিষ্ট পরিমাণ চাল, গম বা আটা, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন উপভোক্তারা। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে আগত এক বিশেষ উৎসবের জন্য রেশন ব্যবস্থায় আসতে চলেছে বিশাল পরিবর্তন।

আপনি তাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রেশনভোগী উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত জরুরী। আগামী মাসের শুরু থেকেই রেশন ব্যবস্থায় এই পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। আপনার রেশন কার্ডের বিনিময়ে আপনি কত পরিমান রেশন দ্রব্য পাবেন, জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

Read More: আধার কার্ড নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা! আধার কার্ডের নতুন নিয়মগুলি জেনে নিন।

Ramadan Ration Update 2025

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্ডের মাধ্যমে তাদের প্রকারভেদ অনুসারে নির্দিষ্ট পরিমাণ সামগ্রী দেওয়া হয়ে থাকে। মূলত রাজ্যবাসীর খাদ্য সুরক্ষার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কার্ডের উপভোক্ত তারা সম্পূর্ণ বিনামূল্যে রেশন দ্রব্য পেয়ে আসছেন।

তবে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে রমজান মাস (Ramadan Ration Update 2025 )। ইসলাম ধর্মের মানুষদের জন্য এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই শুভ মাসে রাজ্যের ইসলাম ধর্মের বন্ধুদের জন্য অতিরিক্ত রেশন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত মোট ৬ কোটি রেশন উপভোক্তাদের কাছে আগামী মাসে পৌঁছে যাবে অতিরিক্ত রাশন সামগ্রী। এই সমস্ত উপভোগ তারা ওই মাসে এক কেজি করে চাল, ডাল, আটা, চিনি, ছোলা ইত্যাদির মত বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন।

ইতিমধ্যেই এই বিষয়ে একটি বৈঠকে কলকাতায় রাজ্য খাদ্য বিভাগ, ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) এবং কেন্দ্রীয় গুদাম কর্পোরেশন (সিডব্লিউসি) র বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে।

রেশন সামগ্রী নিয়ে ডিলারদের সমস্যা

সাধারণত রেশন সামগ্রী রাজ্য সরকারের মাধ্যমে রাজার বিভিন্ন এলাকায় অবস্থিত ফেয়ার প্রাইস শপের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে। তবে বিভিন্ন রেশন সামগ্রীর দাম আগে থেকে নির্ধারিত করা না থাকার কারণেই একাধিক সমস্যার সম্মুখীন হন ডিলাররা। তবে এবারে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে দরখাস্ত পাঠানো হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে।

Ramadan Ration Update 2025 Click Here

Leave a Comment