RBI Repo Rate 2025: ভারতের সর্বোচ্চ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবার মধ্যবিত্তদের জন্য নিয়ে আসা হচ্ছে দুর্দান্ত সুযোগ। এতদিনের ব্যাংকের উচ্চ সুদ এবার কমানোর নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI এর নতুন গভর্নরের পক্ষ থেকে সম্প্রতি আয়োজিত মনিটারি পলিসি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকারের বাজেটের পরে এবারে RBI এর সিদ্ধান্তেও উপকৃত হতে চলেছে মধ্যবিত্ত পরিবার গুলি।
বিগত বছরে মধ্যবিত্তদের কেন্দ্রীয় বাজেটে কোনরকম সুযোগ-সুবিধা প্রদান না করার কারণে বেশ ক্ষুব্ধ হয়েছিল আমজনতা। তবে এই বছরে সবদিক থেকেই খুশির খবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। শুধু তাই নয় কোন ব্যবসা শুরু করা কিংবা শিক্ষাক্ষেত্রে ঋণের আবেদন সব ক্ষেত্রেই সুবিধা হবে গ্রাহকদের। এই বিষয়ে সমস্ত তথ্য ফুটিয়ে জানার জন্য অবশ্যই করুন আজকের প্রতিবেদন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রেপো রেট পরিবর্তন
ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমগ্র ভারতে টাকার সঞ্চালন পর্যবেক্ষণ করা হয়। এর ফলে ওই ব্যাংক একাধিক অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসে। RBI -র কথা (RBI Repo Rate 2025) অনুসরণ করে চলতে হয় বাকি ব্যাংকগুলিকে। অপরদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থশালা থেকেই তৈরি হয় ভারতীয় নোট। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি মনিটরি পলিসি সভায় ব্যাংকের গভর্নর সঞ্জয় মলহোত্রা এক চতুর্থাংশ হারে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
Read More: নতুন বাজেটে কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর! কৃষকরা যে যে সুবিধাগুলো পাবে দেখে নিন।
আরবিআই গভর্নরের ঘোষণা অনুসারে ৫ বছর পর পুনরায় পরিবর্তন হলো রেপো রেট। এবারে ৬.৫০ শতাংশ থেকে রেপো রেট কমে ৬.২৫ শতাংশ করা হলো। এই পরিবর্তনের ফলে মুদ্রাস্ফীতির ভারসাম্য রক্ষা পাওয়ার পাশাপাশি ভারতের অর্থনৈতিক উন্নতি ঘটবে বলেও মনে করছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা।
রেপো রেট পরিবর্তনের সুযোগ সুবিধা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রেপো রেটে পরিবর্তন আনা হলে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে সমস্ত ব্যাংকের সুদের হার। বর্তমানে রেপোরেট কমে যাওয়ার ফলে সমানুপাতিক হারে অন্যান্য ব্যাংক গুলির সুদের হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যবিত্তদের জন্য সুখবর (RBI Repo Rate 2025)
ভারতের মধ্যবিত্তদের মূলত ব্যবসা শুরু করা কিংবা ব্যক্তিগত একাধিক কারণে ঋণের প্রয়োজন হয়ে থাকে। ব্যাংকের সুদের হার কমে যাওয়ার ফলে অত্যন্ত কম সুদে অধিক পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবেন উপভোক্তারা। এর পাশাপাশি শিক্ষাগত প্রয়োজনে অথবা গাড়ি বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রেও সুদের পরিমাণ কম দিতে হবে।
RBI Repo Rate 2025 | Click Here |