UPI Rules Change 2025: ভারতীয় সমাজে লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ইন্টারনেট ব্যাংকিং এবং UPI পরিষেবা। বর্তমান সময়ে আর পকেটে করে টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতে হয় না। প্রয়োজনে মুদির দোকান থেকে শুরু করে সর্বত্রই UPI এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হয়। তবে আজ থেকে UPI পরিষেবায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন।
গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রতারণার হাত থেকে মুক্ত করার জন্য বিরাট বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরাসরি ঘোষণা করা হয়েছে যাতে এই নতুন নির্দেশ গুলি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকেই লাগু হয় প্রতিটি উপভোক্তার ওপর। এক্ষেত্রে তাদের ব্যাংক একাউন্ট এবং ব্যক্তিগত বিবরণ সমস্ত তথ্যের সুরক্ষাবৃদ্ধি পাবে। UPI ব্যবহারকারীদের জন্য আজকের প্রতিবেদনে এই পরিবর্তনের সমস্ত বিবরণ তুলে ধরা হলো।
UPI পরিষেবায় পরিবর্তন
জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে UPI পরিষেবার ক্ষেত্রে আনা হয়েছে নতুন পরিবর্তন (UPI Rules Change 2025)। আজ অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই পরিবর্তন সক্রিয় করা হবে ভারতবর্ষে। যেখানে এবার থেকে আর কোন উপভোক্তা UPI পেমেন্টের পরিবর্তে কোনরকম মেসেজ পাবেন না। এতদিন পর্যন্ত প্রতিটি UPI লেনদেনের পরে তার বিবরণ, নম্বর ইত্যাদি তথ্য সহ একটি বিস্তারিত নোটিফিকেশন পাঠানো হতো। তবে আজ থেকে এই নোটিফিকেশন আর আসবে না আপনার মোবাইল নম্বরে।
UPI ট্রানজাকশন এর পরে কোনরকম নোটিফিকেশন না এলেও গ্রাহকেরা প্রয়োজনে তাদের ব্যবহৃত UPI অ্যাপ এর দ্বারা লেনদেনগুলি পর্যবেক্ষণ করে নিতে পারবেন। এক্ষেত্রে অ্যাপের ট্রানজাকশন হিস্ট্রি বা ব্যাংকের স্টেটমেন্ট এর মাধ্যমে সহজেই পূর্ববর্তী লেনদেন সম্পর্কে ধারণা করতে পারবেন উপভোক্তারা। অপরদিকে ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
Read More: কেন্দ্রের তরফ থেকে চালু করা হল নতুন স্কিম! এখনই আবেদন পদ্ধি জেনে নিন।
UPI Rules Change 2025 এর কারণ
সম্প্রতি সমগ্র ভারতবর্ষ জুড়ে একাধিক সাইবার প্রতারণার খবর পৌঁছেছে সরকারের কাছে। এই নিয়ে প্রশাসন ইতিমধ্যেই যথেষ্ট সতর্কতা জারি রেখেছে। ভারতবর্ষের বাসিন্দাদের সাইবার নিরাপত্তা প্রদান, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং অনলাইন ট্রানজেকশনের সুরক্ষা বৃদ্ধি করার উদ্দেশ্যে জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে।
বর্তমানে গ্রাহকদের বিভিন্ন ফোন কলের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে একাধিক ভাবে প্রতারিত হতে হচ্ছে। এই কারণে অযাচিত কোন ব্যক্তির থেকে কোনরকম মোবাইল ফোন বা এসএমএস এলে সেটিকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে সরকার।
UPI Rules Change 2025 | Click Here |