WB Duare Sarkar Camp 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের কাছে শুধুমাত্র বিভিন্ন অজানা প্রকল্পের খবর পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই নয়, এবারে বেকার চাকরিপ্রার্থীদের সরাসরি চাকরি দেওয়ার জন্যেও স্মরণীয় হয়ে থাকল দুয়ারে সরকার ক্যাম্প।
২০২৫ সালের জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়েছে। যেখানে জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণকে একাধিক পরিষেবা প্রদান করছে রাজ্য সরকার।
WB Duare Sarkar Camp 2025 এর উদ্দেশ্য
দুয়ারে সরকার ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ছিল যেখানে রাজ্যবাসী সরকারের কাছে না এসে সরকার সরাসরি চলে যাবে রাজ্যবাসীর কাছে। এই উদ্দেশ্যেই প্রতিবছর একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে রাজ্যবাসীরা পান, সেই নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি বছরের শুরুতেই আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকার জনগণেরা একাধিক রাজ্য সরকারের প্রকল্পে আবেদন জানানোর সুযোগ পান। এর পাশাপাশি বিভিন্ন প্রকল্প যেগুলি সম্পর্কে এখনো পর্যন্ত রাজ্যবাসীরা অবগত নন, এখানেও আবেদনের সুযোগ পান যোগ্য ব্যক্তিরা।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে নতুন কিস্তিতে! এখনই আবেদন পদ্ধতি জেনে নিন।
তবে সম্প্রতি আরামবাগ মহাকুমায় আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প উঠে এসেছে খবরের শিরোনামে। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের সরাসরি রাজ্য সরকারের দপ্তরে নিযুক্ত করা হচ্ছে। বেকারত্ব সমগ্র দেশের সমস্যা। এই কারণে রাজ্যের জেলায় জেলায় একাধিক অভিযোগ উঠে আসে প্রতিমুহূর্তেই। তবে এই বিষয়ে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে আরামবাগ মহকুমা।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
যেখানে মহকুমার পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই রাজ্যের চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। ইতিমধ্যেই পুরুষ মহিলা মিলিয়ে মোট সাত জন চাকরি প্রার্থীর কর্মসংস্থান হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়োগটি আরামবাগ মহকুমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের দ্বারা করা হয়েছে। রংবাজের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রানী সেনগুপ্তের বয়ান অনুযায়ী জানা যাচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সাতজন চাকরি প্রার্থীর কর্মসংস্থান হয়েছে তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন।
দুয়ারে সরকার ক্যাম্পের (WB Duare Sarkar Camp 2025) মাধ্যমে চাকরি পাওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের সবার প্রথমে রাজা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সম্পূর্ণভাবে বেকার রয়েছেন এমন চাকরি প্রার্থীরাই এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যাচাই করার পর যোগ্য ব্যক্তিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর দ্বারা উপযুক্ত কোম্পানিতে কর্মী হিসেবে নিয়োগ করা হয়।
WB Duare Sarkar Camp 2025 | Click Here |