WB New Schemes 2025: নতুন বছরে একাধিক নতুন প্রকল্প আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক জনহিতকর প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে লোকের ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, মানবিক প্রকল্প, তরুণ প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, শস্য বীমা যোজনা, কৃষক বন্ধু প্রকল্প, রূপশ্রী প্রকল্প ইত্যাদি গুরুত্বপূর্ণ।
উল্লেখিত প্রকল্পগুলি ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক প্রকল্প (WB New Schemes 2025) চালু রয়েছে পিছিয়ে পড়া মানুষদের জন্য। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে আরও কয়েক ধরনের প্রকল্প নিয়ে হাজির হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিষয় বিস্তারিত তথ্য জেনে নিতে এবং সেই সমস্ত প্রকল্পের সুবিধা লাভের ক্ষেত্রে আপনি যোগ্য কিনা তা জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
WB New Schemes 2025
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বরাবরই রাজ্যের পিছিয়ে পড়া জনজাতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে হাজির হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কোন মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তা মেনে নিতে একেবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে একাধিক প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১০০০ টাকা বা তার অধিক আর্থিক সহায়তা করে থাকেন তিনি। তবে নতুন বছরের নতুন বাজেটে অতিরিক্ত ধামাকা আসতে চলেছে বলেই বিশেষজ্ঞদের মতামত।
Read More: এবার কৃষকরা পাবেন মোটা অংকের টাকা! কিভাবে পাবেন দেখে নিন।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (WB New Schemes 2025)
আসলে ২০২৬ সালের হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনী অনুষ্ঠানের পূর্বে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আসতে চলেছে ২০২৫ সালের ১২ ই ফেব্রুয়ারি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশনের শেষে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এরপর অর্থাৎ ২০২৬ সালে ভোটের আগের মুহূর্তে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না রাজ্য সরকার।
বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এই কারণে একাধিক নতুন সংযোজন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বছরের রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট উভয়েই একাধিক জনমুখী প্রকল্পের উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তই স্পষ্ট নয় রাজ্য সরকারের তরফ থেকে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন দফতরে একাধিক কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর রাজ্যবাসীর জন্য সুখবর এর ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে ২০২৫ সালের রাজ্য বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যবাসীর জন্য।
WB New Schemes 2025 | Click Here |
Apply Link | Apply Now |