WB Panchayet Mobile App 2025: এখন ঘরে বসেই পাবেন সব পরিসেবা! ডাউনলোড করুন ‘বাংলা পঞ্চায়েত মোবাইল অ্যাপ’।

By Ipsita Dey

Published On:

Follow Us
WB Panchayet Mobile App 2025

WB Panchayet Mobile App 2025: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ প্রশাসন ব্যবস্থা আরো উন্নত করার উদ্দেশ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেখানে এবার থেকে আর পায়ে হেঁটে নিজের এলাকা থেকে দূরবর্তী অঞ্চলে প্রশাসনিক পরিষেবা নেওয়ার জন্য যেতে হবে না মানুষকে। নিজের বাড়িতে স্বাচ্ছন্দে বসেই একাধিক গ্রামীণ প্রশাসনিক কাজকর্ম করে ফেলতে পারবেন। কীভাবে?

আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে উন্নততর করার উদ্দেশ্যে বাংলা পঞ্চায়েত মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে একাধিক গ্রামীণ পরিষেবা ঘরে বসেই উপভোগ করতে পারবেন গ্রামবাসীরা। এই নয়া উদ্যোগের উদ্দেশ্য, সুযোগ সুবিধা এবং অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে আজকের প্রতিবেদন থেকে।

WB Panchayet Mobile App 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে উন্নততর করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা পঞ্চায়েত মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। বর্তমানে সবকিছুই ডিজিটাল হয়ে গেলেও এতদিন পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থাকে ডিজিটাল দুনিয়ায় আনতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এইবারে মোবাইল অ্যাপ লঞ্চ করার মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাড়িতে থেকেই সেরে ফেলতে পারবেন গ্রামবাসীরা।

Read More: মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে রাজ্যবাসীরা পাবেন ১০০০ টাকা প্রতিমাসে! আবেদন পদ্ধতি দেখে নিন।

পঞ্চায়েত পরিষেবার অ্যাপ বানানোর উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে মাইলের পর মাইল হেঁটে গিয়ে তবে পঞ্চায়েত অফিসে পৌঁছতে হয় গ্রামবাসীদের। এর পাশাপাশি পঞ্চায়েত অফিসের বিশাল বড় লাইনে দাঁড়ানো এবং তারপরেও উপযুক্ত পরিষেবা না পাওয়ার অভিযোগ লেগেই থাকে। এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘরে বসে পঞ্চায়েত পরিষেবা পাওয়ার জন্য পঞ্চায়েত অ্যাপ তৈরি করা হয়েছে।

কোন কোন সুযোগ সুবিধা পাবেন?

বাংলা পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে গ্রামবাসীরা ডাক্তারি বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন- ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, হসপিটালের বেড বুকিং , চিকিৎসকের তালিকা সম্পর্কে তথ্য ইত্যাদি পরিষেবা পাওয়ার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানানো, কাস্ট সার্টিফিকেটের মত প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা, গেস্ট হাউস বুকিং বা পঞ্চায়েত অফিসে নিয়োগের বিভিন্ন বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারবেন।

WB Panchayet Mobile App 2025 ব্যবহারের পদ্ধতি

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা পঞ্চায়েত অ্যাপটি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই অ্যাপটি ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপের নাম সার্চ করে ইনস্টল করে নিতে হবে। এরপর আপনার গ্রামের বিবরণ দিয়ে গ্রামের নাম এবং ব্লক সিলেক্ট করলেই আপনার এলাকার জন্য অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

WB Panchayet Mobile App 2025Download App

Leave a Comment